এমপি পিনু খানের গাড়ি জব্দ
এমপি পিনু খানের গাড়ি জব্দ
রাজধানীর ইস্কাটনে গভীর রাতে গুলিবর্ষণে দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার বখতিয়ার আলম রনির মা সংসদ সদস্য পিনু খানের গাড়ি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। প্রায় দুই মাস আগে ওই রাতে মাতাল অবস্থায় রনি কালো রঙের ওই গ্রাডো গাড়ি থেকে গুলি চালিয়েছিলেন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস সাংবাদিকদের জানিয়েছেন মামলার তদন্তের স্বার্থে রোববার বিকালে এমপি পিনু খানের ন্যাম ভবনের বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। আটকের পর রিমান্ড শেষে এমপি পূত্র রনিকে কারাগারে পাঠানো হয়েছে।