এভারেস্ট জয়ের পুরস্কার ময়লার বোঝা!

03/03/2014 8:49 pmViews: 6

কাঠমুন্ডু: এভারেস্ট পর্বতারোহীদের মাথায় এসে ভর করলো এক নতুন বোঝা। নেপাল সরকার কড়া নির্দেশ দিয়েছে, প্রত্যেক পর্বতারোহীকে এভারেস্ট থেকে ফিরে আসার সময় অন্তত আট কেজি বর্জ্য পদার্থ নিয়ে আসতে হবে।

সোমবার নেপালের পর্যটন মন্ত্রণালয়ের মুখপ্রাত্র মধুসূদন বুরলাকোতি একথা জানান।

মধুসূদন বলেন, “বিশ্বের উচ্চতম এই পর্বত পরিষ্কার রাখতেই এই উদ্যোগ নিয়েছে নেপাল সরকার। আগামী এপ্রিল মাস থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হবে।”

তিনি বলেন, “মাউন্ট এভারেস্টের পাদদেশ পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যেক পর্বতারোহীকে নিজেদের ফেলে দেয়া সামগ্রী বাদ দিয়ে আরো অন্তত আট কেজি বর্জ্যপদার্থ অবশ্যই নিয়ে আসতে হবে। এভারেস্ট থেকে আনা এই বর্জ্যপদার্থ বেস ক্যাম্পে জমা দিতে হবে। যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।”

তবে, এ বিষয়ে কোনো জরিমানা ধার্য হবে কিনা সেবিষয়ে নেপাল প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে, পর্বতারোহীদের জন্য গত মাসে এভারেস্টসহ হিমালয়ের বিভিন্ন পর্বত আরোহণের ক্ষেত্রে চার্জ কমায় নেপাল। সূত্র: এনডিটিভি।

Leave a Reply