এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সাতজনকে চিঠিতে হুমকি

03/06/2015 1:57 pmViews: 7

এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সাতজনকে চিঠিতে হুমকি

kamal
আনসারুল্লাহ বাংলা টিমের নামে চিঠি পাঠিয়ে এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ সাতজনকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরীকে চিঠিটি পাঠানো হয়েছে । দুপুরে তার ধানমন্ডির বাসায় ওই চিঠি এসেছে।

১০ জনকে হত্যার হুমকি দিয়ে দুই সপ্তাহ আগে একই নামে আরেকটি চিঠি পাঠানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে। ওই চিঠিতে তালিকায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নাম ছিল।

ওই চিঠি পাঠানোর সঙ্গে জড়িত কেউ চিহ্নিত না হওয়ার মধ্যে অধ্যাপক আজাদ চৌধুরীর কাছে চিঠিটি আসে আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামে।  আগের চিঠিটি এসেছিল ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩’ নামে।

ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান তিনিসহ চিঠিতে প্রতিমন্ত্রীর সঙ্গে আর যে কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে, তার মধ্যে অধ্যাপক আজাদ চৌধুরী ছাড়াও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের প্রাধ্যক্ষ দেলোয়ার হোসেন, কলা অনুষদের ডীন অধ্যাপক আখতার হোসাইন, অভিনেত্রী শমী কায়সার। এবং আবু মূসা এম মাসুদুজ্জামান জাকারিয়া নামের এক ব্যক্তির নাম রয়েছে।

তিনি বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি, সেখানে আমরা অনেকটাই নিরাপদ। আজাদ স্যার থাকেন ধানমণ্ডিতে। তার বাসা সংলগ্ন এলাকায় যেন নিরাপত্তা বাড়ানো হয়, সেজন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছি।”

ধানমণ্ডি থানার ওসি মো. নূরে আজম মিয়া চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  হুমকিদাতাদের ধরতে পুলিশ চেষ্টা করছে। পাশাপাশি যাদের হুমকি দেয়া হয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

Leave a Reply