এবার শ্বাসরুদ্ধকর জয়ে ইংল্যান্ডের প্রতিশোধ

15/02/2020 12:23 pmViews: 4

এবার শ্বাসরুদ্ধকর জয়ে ইংল্যান্ডের প্রতিশোধ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও রোমাঞ্চকর লড়াই। এবার জিতেছে ইংল্যান্ড। শুক্রবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ইয়ন মরগানের দল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ১ রানে হারে ইংলিশরা।
ডারবানে ইংল্যান্ডের দেয়া ২০৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান করতে হতো প্রোটিয়াদের। টম কারানের প্রথম বলে রান না পেলেও পরের দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে সমীকরণ হাতের নাগালে নিয়ে আসেন ডোয়াইন প্রিটোরিয়াস, চতুর্থ বলে আসে দুই রান। শেষ দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে রোমাঞ্চকর জয় এনে দেন টম কারান।

তবে রান তাড়ায় শুরুটা দুর্দান্ত করে স্বাগতিকরা। ৭.৫ ওভারে স্কোরবোর্ডে ৯২ রান জমা করেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। এরপর ৮ বলের ব্যবধানে দুই ওপেনারকে ফিরিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান মার্ক উড।

বাভুমা ২৯ বলে ৩১ ও অধিনায়ক ডি কক ২২ বলে ৬৫ রান করেন। শেষ দিকে রাসি ভ্যান ডার ডুসেনের ৪৩* ও ডোয়াইন প্রিটোরিয়াসের ২৫ রানে জয়ের কাছাকাছি গেলেও টম কারানের শেষ দুই বলে জয়বঞ্চিত প্রোটিয়ারা। দুটি করে উইকেট নেন মার্ক উড, ক্রিস জর্ডান ও টম কারান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৩০ বলে ৪৭ রান করেন বেন স্টোকস। এছাড়া জেসন রয় ২৯ বলে ৪০ ও মঈন আলীর ব্যাট থেকে আসে ১১ বলে ৩৯ রান। তিন উইকেট নিয়ে প্রোটিয়াদের সেরা বোলার লুঙ্গি এনগিডি।

বল হাতে কোন উইকেট না পেলেও ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলায় ম্যাচসেরা মঈন আলী।
সেঞ্চুরিয়নে আগামীকাল (১৬ই ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

Leave a Reply