এবার রোবট বানাবে গুগল
আগামী প্রজন্মের রোবট নির্মাণ করার দিকে একধাপ এগিয়ে গেল ইন্টারনেট জায়ান্ট গুগল। সম্প্রতি এ উদ্দেশ্যে মার্কিন রোবট নির্মাতা ও গবেষণা প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্সকে কিনে নিল গুগল। গুগলের এ প্রকল্পের প্রধান হচ্ছেন অ্রান্ডি রুবিন। তিনি মার্চ মাস পর্যন্ত গুগলের অ্যান্ড্রয়েডের প্রধান ছিলেন। বোস্টন ডায়নামিক্স এর আগে বেশ কিছু যুগান্তকারী রোবট নির্মাণ করেছে। এর মধ্যে আছে মানুষের মতো রোবট পিটম্যান, চারপেয়ে রোবট চিতা ও কুকুর সদৃশ রোবট ডিগডগ। টুইটার বার্তায় অ্রান্ডি রুবিন বিষয়টির সত্যতা স্বীকার করলেও গুগলের এ মালিকানা গ্রহণে আর্থিক লেনদেনের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এর আগেও গুগল বেশ কয়েকটা ছোট রোবোটিক্স প্রতিষ্ঠান কিনে নিয়েছে।
ফলে বিশ্লেষকরা বলছেন, শীঘ্রই একটি অন্যতম রোবট নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে পারে গুগল। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির সাবেক প্রফেসর মার্ক র্যাইবার্ট কর্তৃক ১৯৯২ সালে বোস্টন ডায়নামিক্স প্রতিষ্ঠিত হয়।
ড. রাইবার্ট টাইমসকে বলেন, “আমি গুগল ও অ্যান্ডির কল্পনাশক্তি ও সম্পদ নিয়ে খুবই আশাবাদী।