এবার ভারতের টার্গেটে মার্কিন নাগরিকরা

29/12/2013 8:54 amViews: 5
ভারতে বিভিন্ন আমেরিকান স্কুলে শিক্ষকতায় নিযুক্ত মার্কিন নাগরিকদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে দিল্লি।এসব শিক্ষক ঠিকমত আয়কর দেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আমেরিকায় নিযুক্ত নারী কূটনীতিক দেবযানি খোবরাগাডকে কিছুদিন আগে আটক ও বিবস্ত্র করে তল্লাশি করেছে মার্কিন পুলিশ।এরপর দু’দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন দেখা দিয়েছে।অনেকটা পাল্টা পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নিচ্ছে ভারত বলে ধারণা করা হচ্ছে।
ভিসা জালিয়াতি এবং বাসার কাজের মেয়েকে চুক্তি অনুযায়ী বেতন না দেয়ার অভিযোগে দেবযানিকে আটক করা হয়। পরে এ নিয়ে মামলা পর্যন্ত হয়েছে মার্কিন আদালতে।
বার্তা সংস্থা রয়টার্স নয়াদিল্লির এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে,ভারত সরকার এখন আর মার্কিন কূটনীতিকদের স্ত্রী বা সন্তানাদির কর পরিশোধের বিষয়টি উপেক্ষা করবে না।
এরইমধ্যে দিল্লি মার্কিন কূটনীতিকদের দেয়া বেশ কিছু সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। ওই কর্মকর্তা বলেন,কূটনীতিকদের স্ত্রী ও ছেলেমেয়েরা আর দায়মুক্তি পাবে না।
সে কারণে এখন থেকে কোন ধরনের অনিয়ম পাওয়া গেলে তার দায় তাদেরকে নিতে হবে।তবে ভারত সরকারের এ পদক্ষেপ সম্পর্কে কোনো মন্তব্য করেনি দিল্লির মার্কিন দূতাবাস।

 

Leave a Reply