এবার বৃষ্টিতে ‘ড্র’ ঢাকা টেস্ট
ডেস্ক : শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ড্র হয়ে গেল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। শুক্রবার সকাল সাড়ে ১০টায় খেলা শুরুর সময় নির্ধারিত হলেও নতুন করে বৃষ্টি নামায় এ ড্র ঘোষণা করা হল।
এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।
বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টিতে আউট ফিল্ড ভেজা থাকায় শুক্রবার সকালে মাঠ শুকানোর সব চেষ্টাই করেন কিউরেটররা। সকালে মাঠ শুকানোর পর আবারও বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়।
শুক্রবার সকাল থেকেই বৃষ্টি থেমে যাওয়ার অপেক্ষার প্রহর গুনতে থাকে মুশফিক বাহিনী। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সে বৃষ্টি না থামায় বেলা দুইটার পরপরই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
এর আগে ঢাকা টেস্টের প্রথম দু’দিনের একাধিক সেশন বৃষ্টির কবলে পড়ে। এরপর তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টি না হলেও শেষ দিনে আবার বৃষ্টির কবলে পড়ে মিরপুর টেস্ট।
এর মাঝখানে অবশ্য পঞ্চমদিনের খেলা শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। দুই প্রান্তে স্টাম্প লাগানো হয়। সমপ্রচার সংস্থার কর্মীরা সরাসরি সমপ্রচারের সব উদ্যোগও গ্রহণ করেন।
ধারাভাষ্যকার ড্যানি মরিসনও পিচ রিপোর্ট দেন। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ আম্পায়ারদের সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন করে খেলা শুরুর সময়ও নির্ধারণ করে দেন। কিন্তু ঝিরঝিরে বৃষ্টির কারণে সব উদ্যোগ ভেস্তে যায়।
এর আগে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৮২ রানে অলআউট করার পর ৪৩৭ রান করেন অতিথিরা।
এরপর ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৬৯ রান। মমিনুল ১২৬ রানে ও সাকিব আল হাসান ৩২ রানে অপরাজিত থাকেন।