এবার প্রকাশ্যে চুমু

23/07/2016 5:41 pmViews: 11

এবার প্রকাশ্যে চুমু

 

বিয়ে কবে হচ্ছে সেটা ঠিক নেই। তবে সম্প্রতি চুপিসারে বাগদানের গুঞ্জন শোনা গেছে। পাত্র সেই রণবীর। রণবীর কাপুর নয়। রণবীর সিং। যার সঙ্গে ‘প্রেমলীলা’ ছবির মাধ্যমে বাস্তব জীবনের প্রেমলীলা শুরু হয়েছিল দীপিকা পাড়–কোনের। তাদের রহস্যজনক প্রেম নিয়ে বলিউডের অন্দরে-বাহিরে রয়েছে নানান গল্প। কেউ বলেছেন প্রেম নেই। কেউ বা বলছেন বিয়ের সব ঠিকঠাক। এ নিয়ে নানান কথা থাকলেও গণমাধ্যমে কিছুই কখনো খোলাসা করে বলেননি দুজনের কেউই। অবশ্য কর্মকাণ্ডে বরাবরই বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্কটা যে শুধুই বন্ধুতের নয়। সম্প্রতি তারই ধারাবাহিকতায় প্রকাশ্যে চুমু খেয়ে গভীর প্রেমের বহিঃপ্রকাশ ঘটালেন রণবীর-দীপিকা। ‘মাদারি’ ছবির স্ক্রিনিং থেকে বেরিয়ে দীপিকা যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন তখন তার পিছু পিছু যান রণবীর। দীপিকা গাড়িতে ওঠার আগে রণবীর তার দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিলেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। তারপরেই রণবীরের গালে ছোট্ট করে একটি চুমু খান দীপিকা। আর দৃশ্যটি দেখে ক্যামেরা হাতে নিয়ে চুপ করে বসে থাকতে পারেননি পাপারাজ্জিরা। সঙ্গে সঙ্গে দৃশ্যটি শিকার করে নেন। আর সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম সর্বত্র ভাইরাল হয়ে ওঠে রণবীরকে দীপিকার চুমুর খাওয়ার  ছবি।

Leave a Reply