এবার পুরুষদের জন্য জন্ম নিরোধক বড়ি
ইঁদুরের জিনগত পরিবর্তন ঘটিয়ে এরই মধ্যে সফল ভাবে পরীক্ষাটি করা হয়েছে৷ কিন্ত্ত মানবদেহে তা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজন দু’টি পিল৷ এর মধ্যে একটি বানিয়ে ফেলেছেন গবেষকরা৷ চেষ্টা চলছে অন্যটি বানানোর৷ দাবি, এই পিল শুক্রাণুর কার্যকারিতা নষ্ট করবে না৷ শুধু ভাস ডিফারেন্সেই তার গতি আটকে দেবে৷
তবে এই পিল রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সামান্য বাধার সৃষ্টি করতে পারে বলে জানা গিয়েছে৷ এর ফলে প্রভাবিত হতে পারে রক্তচাপ বা হৃদ্স্পন্দনের গতি৷ ইঁদুরের ক্ষেত্রে অবশ্য জিনগত পরিবর্তনের ফলে রক্তচাপে সামান্যই তারতম্য ঘটতে দেখা গিয়েছে৷ পিল তৈরির ক্ষেত্রে এই বিষয়টি তাই মাথায় রাখা হচ্ছে৷