এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
ব্লুমবার্গ জানিয়েছে, এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোটাবাইয়ার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন অজিত। এরপর এক টুইটার পোস্টে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। তবে প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা তা এখনো জানা যায়নি।
গত বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান অজিত। তিনি যখন এই দায়িত্ব পান তখন শ্রীলঙ্কা এরইমধ্যে ডুবতে শুরু করেছে। ফরেন এক্সচেঞ্জ সংকট দেখা দিয়েছে তারও অনেক আগে।
অর্থনীতিবিদ হিসেবে নাম থাকায় তাকে এই পদ দেয়া হয়েছিল। অল্প কয়েক দিনে বেশ কিছু পদক্ষেপও নিয়েছিলেন তিনি। এরমধ্যে আছে আইএমএফসহ বিদেশী ঋণের ওপরে নির্ভরতা হ্রাস। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। অবশেষে এই সংকটের মধ্যে তিনিও এবার পদত্যাগ করলেন। মঙ্গলবারই নতুন মুনাফার হার ঘোষণার কথা ছিল শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের। তার একদিন আগেই পদত্যাগ করলেন এর গভর্নর।