এবার নগ্ন হয়ে শিকল বেঁধে ছবি প্রকাশ করলেন শার্লিন চোপড়া
ডেস্ক: কামসূত্র থ্রিডির পর যেন আর কিছুতেই গায়ে কাপড় রাখতে পারছেন না শার্লিন চোপড়া। পোষাক পরার চেয়ে নগ্ন হয়ে ঘোরাঘুরি করতেই যেন বেশি সাচ্ছন্দ বোধ করছেন তিনি।একবছর আগে লস অ্যাঞ্জেলেসে হাগ হেফনারের রাজকীয় প্রাসাদে প্লেবয় ম্যাগাজিনে নগ্ন প্রচ্ছদ হবার পর আজ পর্যন্ত নগ্ন হবার একটি প্রস্তাবও ফিরিয়ে দেননি বলিউডের এই নায়িকা।
ইন্টারনেট দুনিয়ায় পুরুষদের কামনায় সানি লিওন এবং পুনম পাণ্ডেকে পিছনে ফেলে এখন তিনি শীর্ষ ভারতীয় নারীতে পরিণত হয়েছেন।
কিছুদিন আগেই নগ্ন হয়ে ঘোড়ায় চড়ে পোজ দিয়েছিলেন তিনি। আর এর রেশ কাটতে না কাটতে আবার এলো তার নতুন ছবি। বরাবরের মত এবারও দেহের কাপড় ফেলে একেবারে নগ্ন সাজে সবার সামনে হাজির হয়েছেন তিনি।
নিজের বিছানায় সারা দেহে শিকল পেঁচিয়ে থাকা নগ্ন একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন শার্লিন চোপড়া। আর ছবিটির শিরোনাম দিয়েছেন- ‘নারীরা যখন তাদের সিদ্ধান্তে ভুল করে, পুরুষরা তখন উচিত কাজটিই করে…’