এবার ছয় দল নিয়ে বিপিএল নবাগত কুমিল্লা লিজেন্ড

16/09/2015 2:08 pmViews: 5
এবার ছয় দল নিয়ে বিপিএল নবাগত কুমিল্লা লিজেন্ড

এ বছর ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর। দলগুলো হলো- ঢাকা গ্লাডিয়েটরস, চিটাগাং কিংস, সিলেট সুপারস্টার, নবাগত কুমিল্লা লিজেন্ড, বরিশাল বারনার্ড ও রংপুর রাইডার্স। বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা জানান, বিপিএলের উদ্বোধন করা হবে ২২ নভেম্বর। প্রথম ম্যাচ হবে ২৪ নভেম্বর। সবগুলো খেলা সরাসরি দেখাবে চ্যানেল নাইন।

এবারের আসরে টাইটেল স্পন্সরের দায়িত্ব পেয়েছে বিআরবি কেবলস। আগের আসরে টাইটেল স্পন্সরের দায়িত্বে ছিল প্রাইম ব্যাংক।

জানা গেছে, ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকানা পেয়েছে বেক্সিমকো গ্রুপ, বরিশাল বার্নার্সের মালিকানায় এক্সিওম গ্রুপ, চট্টগ্রাম কিংসের মালিকানায় থাকছে ডিবিএল গ্রুপ, সিলেট রয়েলসের মালিকানায় আলিফ গ্রপ, রংপুর রাইডার্স মালিকানায় আই স্পোর্টস ও কুমিল্লা লিজেন্ডসের মালিকানায় রয়েল স্পোর্টস।

তৃতীয় আসরে আপাতত তিনটি ভেন্যু ঠিক করা হয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও খুলনা। এছাড়া আরো ভেন্যু বাড়তে পারে বলে জানিয়েছে বিপিএল গভর্নি কাউন্সিল।

Leave a Reply