এবার ঘর ভাঙ্গলো সালমার

26/11/2016 5:43 pmViews: 17

এবার ঘর ভাঙ্গলো সালমার

 

শোবিজ অঙ্গনে একের পর এক সংসার ভাঙ্গনের ঘটনার তালিকা দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় এবার যোগ হলেন কন্ঠশিল্পী সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগীতার মাধ্যমে থেকে আসা এ শিল্পীর ঘর ভাঙ্গলো এবার। স্বামী দিনাজপুর-৬ আসনের এমপি শিবলি সাদিকের সঙ্গে তার আনুষ্ঠানিক ডিভোর্সও হয়ে গেছে। বিষয়টি সালমা কিছুটা চেপে রাখতে চাইলেও শেষ পর্যন্ত আর চাপা থাকলো না। আজ বিকাল থেকে টক অব দ্যা শোবিজ এ পরিণত হয়েছে সালমার এ বিচ্ছেদের বিষয়টি। দাম্পত্য কলহের জের ধরেই শিবলী সাদিকের সঙ্গে তার সংসার ভেঙেছে বলে জানা গেছে। গত ২০ নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে। এসময় সালমাকে মোহরানার ২০ লাখ ১ টাকা বুঝিয়ে দেয়া হয়েছে। ২০১১ সালের ২৬ জানুয়ারি দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্নপূরীর স্বত্বাধিকারী শিবলী সাদিকের সঙ্গে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন কণ্ঠশিল্পী সালমা। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি সালমার কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। তার নাম স্নেহা।

Leave a Reply