এবার ওয়াই-ফাইতে হবে মোবাইল চার্জ

10/06/2015 11:32 amViews: 5
এবার ওয়াই-ফাইতে হবে মোবাইল চার্জ

ভাবুন, আপনার ফোনে কোনো চার্জ নাই। কিন্তু এই মুহূর্তে আপনাকে জরুরি কথা বলতে হবে। এ রকম পরিস্থিতি আপনি কি করবেন? চিন্তা নেই, যদি থাকে ওয়াই-ফাই। হ্যাঁ, ওয়াই-ফাই দিয়েই আপনার ফোনের ব্যাটারি ফুল চার্জ করে নিতে পারেন।

আপাতত শুনতে অবিশ্বাস্য মনে হলেও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা কিন্তু এমনটাই দাবি করেছেন। তাদের কথায়, চার্জার, ইউএসবি, পাওয়ার ব্যাংক এখন সেকেলে। অদূর ভবিষ্যতে ওয়াই-ফাইতেই চার্জ হবে আপনার ফোন।

ভাবছেন নিশ্চয়ই, কী ভাবে? গবেষণা বলছে, বাতাসের মধ্যে থেকেই প্রয়োজনীয় পাওয়ার গ্রহণ করবে আপনার ফোন। গবেষকরা যাকে বলছেন, পাওয়ার ওভার ওয়াই-ফাই। অ্যাক্সেস পয়েন্ট (রাউটার) এবং ফোনে বিশেষ সেন্সর থাকলেই কেল্লা ফতে। এই সেন্সরের কাজ হল, রেডিয়ো ফ্রিকোয়েন্সি অর্থাত্‍‌ রেডিয়ো কম্পাঙ্ক (RF)-কে DC পাওয়ারে রূপান্তরিত করা। ফলে, নেট সার্ফিংয়ের সঙ্গেই ওয়াই-ফাই দিয়ে দিব্য আপনার ফোন চার্জ হযে যাবে। তার জন্য নেট সার্ফিংয়ে কোনওরকম সমস্যা হবে না।

Leave a Reply