এবার ইমরান কারিনার জুটি
গত এক মাস ধরে বলিউডের শীর্ষ অভনেত্রী কারিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধে একটি ছবিতে কাজ করছেন সিরিয়াল কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি। ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে তাদের। এ ছবিটি পরিচালনা করছেন অভিনাপ কাশিয়াপ। অ্যাকশন-থ্রিলারনির্ভর এ ছবিতে ইমরানের সঙ্গে কারিনার একটি চুমোর দৃশ্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক; কিন্তু সেটি প্রথমে করবেন না বলে সাফ জানিয়ে দেন কারিনা। অবশেষে পরিচালকের যুক্তির কাছে হার মানলেন এ অভিনেত্রী। সম্প্রতি এ চুমোর দৃশ্যটি করার পক্ষে বিভিন্ন যুক্তি তিনি দাঁড় করান কারিনার কাছে। শেষ পর্যন্ত চুমোর দৃশ্যটি করতে রাজি হয়েছেন তিনি। খুব শিগগিরই ইমরান হাশমির সঙ্গে কারিনার এ চুমোর দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হবে। বিষয়টি নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়েছে বলিউড পাড়ায়। তবে কারিনার এমন সিদ্ধান্তে স্বামী অভিনেতা সাইফ আলী খানের পক্ষ থেকে কোন মন্তব্য মেলেনি। এ বিষয়ে কারিনা কাপুর বলেছেন, সবচেয়ে বড় বিষয় হলো ছবিটির কাহিনী খুব চমৎকার। তাতে আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। এখানে এমন একটি চরিত্রে আমি কাজ করছি যেরকমভাবে দর্শক পর্দায় আমাকে কখনও দেখেননি। এটা ঠিক ইমরানের সঙ্গে চুমোর দৃশ্য করছি। তবে এ দৃশ্যটি ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা কোন কিছু মনে হবে না। আশা করছি ছবিটি দর্শকদের ভাল লাগবে।