এফবিসিসিআই নির্বাচনে মোয়াজ্জেম-শাফকাতের প্যানেল ঘোষণা

04/05/2015 3:28 pmViews: 2

এফবিসিসিআই নির্বাচনে মোয়াজ্জেম-শাফকাতের প্যানেল ঘোষণা
এফবিসিসিআই নির্বাচনে মোয়াজ্জেম-শাফকাতের প্যানেল ঘোষণা ঢাকা : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নির্বাচনে মোয়াজ্জেম-এরতেজা-শাফকাতের নেতৃত্বে ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। অ্যাসোসিয়েশন গ্রুপের পক্ষ থেকে ১৬ সদস্যবিশিষ্ট এ প্যানেল ঘোষণা করেন পরিষদের নেতারা।

রোববার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্যানেল পরিচিতি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঐক্য পরিষদের প্রধান স্নোগান করা হয় ‘পরিবর্তনের জন্য ভোট’।

বিজয়ী হলে ব্যবসায়ীদের উন্নয়নের জন্য প্যানেলটি ৮ দফা কর্মসূচি ঘোষণা করে। তবে পরবর্তীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে শীর্ষ নিউজকে জানিয়েছেন প্যানেল প্রধান সৈয়দ মোয়াজ্জেম হোসাইন।

১৬ সদস্যবিশিষ্ট এ প্যানেলে রয়েছেন বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ কংক্রিট প্রডাক্টস অ্যান্ড ব্লক ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের ড. কাজী এরতেজা হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাফকাত হায়দার।

ফোর স্ট্রোক সিএনজি অ্যাসোসিয়েশনের খন্দকার রুহুল আমিন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের মো. মিজানুর রহমান বাবুল, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের মো. জামিউল আহম্মেদ, এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের মো. আলী জামান, বাংলাদেশ বাটিক হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যারিস্টার জাকির আহাম্মদ, বাংলাদেশ অটো স্পেয়ার্স পার্টস অ্যাসোসিয়েশনের আবুল আয়েস খান।

এছাড়াও এ প্যানেলে আরও রয়েছেন বাংলাদেশ ফুটওয়্যার অ্যান্ড ফুটওয়্যার এক্সেসরিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের হাজী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সাব-কন্ট্রাক্টিং শিল্প মালিক অ্যাসোসিয়েশনের মো. আসলাম আলী।

বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের এমজিআর নাসির জুমদার, বাংলাদেশ এগ প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের তাহের আহম্মেদ সিদ্দিক, বাংলাদেশ মাস্টার স্টিভেডর্স অ্যাসোসিয়েশনের মো. ইব্রাহীম, বাংলাদেশ এসিড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মোহাম্মদ উল্লাহ পলাশ, বাংলাদেশ বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদা মুস্তাকিমা রুবি প্রমুখ।
– See more at: http://www.sheershanewsbd.com/2015/05/03/79309#sthash.M0MxLOTA.dpuf

Leave a Reply