এফবিসিসিআই নির্বাচনে ভোটগ্রহণ
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে চেম্বার গ্রুপ ও এ্যাসোসিয়েশন গ্রুপের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৯টায় মতিঝিলস্থ ফেডারেশন ভবনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। সন্ধ্যা ৭টায় ভোট গণনা শুরু হবে। চেম্বার গ্রুপে ৪৩৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪১৮টি। ভোটের হার ৯৬ শতাংশ।
অপরদিকে এ্যাসোসিয়েশন গ্রুপে ১৭৬৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৫৩২টি। ভোটের হার ৮৭ শতাংশ।
নির্বাচনে মোট ৩২টি নির্বাচিত পরিচালক পদের জন্য ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠন হবে। এর মধ্যে ৩২ জন পরিচালক ভোটারদের গোপন ভোটে নির্বাচন হবেন। চেম্বার গ্রুপের ১৬ ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬ জন পরিচালক থাকবেন। বাকি ২০ জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয়ে আসবেন।
নির্বাচনে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী চেম্বার থেকে মনোনীত পরিচালক আবদুল মাতলুব আহমদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ প্যানেলের চেম্বার গ্রুপের ১৬ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে ফেডারেশনের বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের চেম্বার গ্রুপের ১৬ জন প্রার্থী ও মোয়াজ্জেম-এরতেজা আহমেদ-শাফকাত হায়দারের নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদের অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬ জনসহ মোট ৬৪ জন প্রার্থী ৩২টি পরিচালক পদের জন্য লড়ছেন।
২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট দুই হাজার ২০৬ জন ভোটার তাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন।