এপ্রিলে হকারমুক্ত হবে রাজধানীর ফুটপাত

বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদশ ইউনিভার্সিটির (বিইউ) আরবান ল্যাব মিলনায়তনে এক গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় বিইউ আরবান ল্যাবের মাধ্যমে ঢাকা শহরে যানজটমুক্ত, পরিবেশবান্ধব দুষণমুক্ত, কাঙ্ক্ষিত ও স্বপ্নের ঢাকা মহানগর গড়ে তোলার লক্ষ্যে তিনটি বিষয়ের উপর পরিচালিত গবেষণা ফলাফল তুলে ধরা হয়।
আনিসুল হক বলেন, ঢাকা শহরে সমস্ত বাস ও ট্রাকের জন্য টার্মিনাল করতে জায়গা খোঁজা হচ্ছে। ঢাকাকে শৃংখলার মধ্যে আনার জন্য তিন হাজার বাস নামানোর পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এক হাজার এসি বাস থাকবে।
তিনি আরও বলেন, ১৯০টি বাস কোম্পানির মালিকদের সমন্বয়ে পাঁচটি কোম্পানি করা হচ্ছে। যেটা অসম্ভব হলেও অনেকটা সম্ভব হয়েছে। রঙের দিক থেকেও মিল থাকবে।
ঢাকার খালগুলোর জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, খালগুলোর জলাবদ্ধতা নিয়ে সমস্যা আছে। এগুলোর মালিক ডিসি আর খনন করে ওয়াসা। সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তাই ঢাকার উন্নয়নের জন্য ওয়াসা আর রাজউকের কিছু কাজ সিটি করপোরেশনের অধীনে আনা উচিত। তাহলে আগামী দুই বছরের মধ্যে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করি।
মেয়র আনিসুল হক বলেন, যেখানে সেখানে যাতে পোস্টার লাগানো না হয় সেজন্য যাত্রী ছাউনির পাশাপাশি পোস্টার লাগানোর জন্য বোর্ড করে দেয়া হবে। বিলবোর্ড অপসারণ চলছে। বিলবোর্ডও কমিয়ে আনা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রাক্তন এলজিআরডি প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সভাপতিত্ব করেন বিইউর বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ও মাইক্রোসফটের সিনিয়র আর্কিটেক্ট কাজী জামিল আজহার। গবেষণা ফলাফল উপস্থাপন করেন বিইউর বোর্ড অব ট্রাস্টি সদস্য পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব। অনুষ্ঠানে বিইউর ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসানসহ সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।