এনবিআরের সহকারী কর কমিশনার বরখাস্ত

10/08/2015 6:41 pmViews: 6
এনবিআরের সহকারী কর কমিশনার বরখাস্ত

ঢাকা কর ফাঁকিতে সহয়তার অভিযোগে কর অঞ্চল-৫ ও সার্কেল ১০৩ এর সহকারী কর কমিশনার জাহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার দুপুরে এক অফিস আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের গোয়েন্দা সেলের একটি বিশ্বস্ত সূত্র জানায়, জাহিদুল ইসলাম কর ফাঁকিতে সহায়তা করে অবৈধ পন্থায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সেল তার কার্যক্রমের বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে তার কর ফাঁকিতে সহয়তার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যাবস্থা নিয়েছে এনবিআর।

Leave a Reply