এদেশের স্বাধীনতায় ইত্তেফাক বিশাল ভূমিকা রেখেছে: শামীম ওসমান
এদেশের স্বাধীনতায় ইত্তেফাক বিশাল ভূমিকা রেখেছে: শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এদেশের স্বাধীনতায় ইত্তেফাক একটি বিশাল ভূমিকা রেখেছিল। বাংলাদেশে এই পত্রিকাটি নিজেদের সততা ও নিষ্ঠার মান ধরে রেখেছে।
বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকের ৬৮তম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে চাষাড়া ডাকবাংলোতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ভার্চুয়ালভাবে অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান।
দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) হাবিবুর রহমান বাদল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাংবাদিক নাসির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, ইত্তেফাকের জেলা ফটো সাংবাদিক তাপস সাহা, যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, আবুল হোসেন, মেহেদী হাসান সজিব, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান শ্যামল, রাশেদুল ইসলামসহ বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীবৃন্দ।
শামীম ওসমান বলেন, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, দেশ খারাপ হয়ে গেলে আমরা কেউ ভালো থাকবো না। বাংলাদেশের ইতিহাসে এরচেয়ে ভয়াবহ খেলা আর কখনো হয় নাই।
তিনি আরো বলেন, গত ১৪ তারিখে একটি সুযোগ নেওয়া হয়েছিল সেটি কিন্তু এখনো থেমে যায়নি বরং শুরু হয়েছে। এই ষড়যন্ত্রে নারায়ণগঞ্জের অনেকে আছেন। মুজিব কোর্ট পড়তে পারেন, লেবাস ধরতে পারেন। এদেশে হাজার বছর পর একটা করে বঙ্গবন্ধু, সিরাজদ্দৌলা আসেন, কিন্তু প্রতি বছর প্রতি এলাকায় খন্দকার মোশতাক ও তার বংশধরের সৃষ্টি হয়। সরকার পরিবর্তনের খেলা নয়, ভৌগলিক কারণে এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে, আফগানিস্তানের মত। এর বেশি আর কিছু বলবো না, আপনারা সতর্ক থাকবেন।
শামীম ওসমান আরো বলেন, আমাদের মধ্যেই অনেকে আছেন যারা তাদেরকে পেট্রোনাইজ করেন, এদের একটি বিরাট বড় শক্তি নারায়ণগঞ্জে কাজ করে। এই নারায়ণগঞ্জ অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জ। এখানে আমরা কাউকে কোন সুযোগ দেব না।
নারায়ণগঞ্জের এই এমপি বলেন, দেশে যে গেম হচ্ছে সে গেম হলে আপনারা থাকতে পারবেন না। এ গেমটি হবে বাংলাদেশকে ও আশেপাশের রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় যেন আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা দেন ধৈর্য দেন সেজন্য দোয়া করবেন।