এখন যুদ্ধের সময় নয়:মোদি, পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালীন সময়েই দুই নেতা মুখোমুখি হলেন। এতে যুদ্ধের প্রসঙ্গটি এড়ায়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এখন কোনো যুদ্ধের যুগ নয়।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তাদের প্রথম বৈঠক। পশ্চিমাদের সঙ্গে ভারতের দারুণ সম্পর্ক চললেও এই যুদ্ধ নিয়ে এখনও রাশিয়ার নিন্দা জানায়নি ভারত। এ ইস্যুতে প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থানে ছিল দেশটি। মোদির কথার জবাবে পুতিন বলেন, ইউক্রেন নিয়ে আপনার উদ্বেগের কথা আমি জানি। এই বিষয়টি দ্রুত শেষ হোক সেটা আমরাও চাই। এই বিষয়ে যা হয় সেটা তিনি মোদিকে জানাতে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন পুতিন।
এই সম্মেলনে ইরান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মোদির। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার সাক্ষাত হবে কিনা তা কোনো পক্ষই নিশ্চিত করে জানায়নি। যদিও এসসিও সম্মেলনের সময় দুই নেতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন।