এখন কাজ করছি মুক্ত পাখির মতো : পারিহা লিমা

03/01/2016 6:35 pmViews: 35
এখন কাজ করছি মুক্ত পাখির মতো : পারিহা লিমা
 
এখন কাজ করছি মুক্ত পাখির মতো : পারিহা লিমা
পারিহা লিমার যাত্রা শুরু ২০০৪ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় ২য় রানার আপ হওয়ার মধ্য দিয়ে। কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকেই অভিনয়ের খাতাতেই তার ব্যস্ততার নাম লেখায়।
এদিক দিয়ে খানিক ব্যতিক্রমী পথেই হাঁটলেন লিমা। উপস্থাপনাকেই বেছে নিলেন নিজের ক্যারিয়ারের ছান্দসিক পথ হিসেবে। তারপর থেকেই তিনি তার প্রতিভাকে কাজে লাগিয়েছেন টিভি নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনায়। টানা ৫ বছর আরটিভির স্ক্রিনে সরাসরি সকালে থেকেছেন দর্শকদের সাথ সরাসরি। এরপর কোন এক অজানা কারণে আরটিভি থেকে তার ইস্তফা নিলেও সে কারন সম্পর্কে দুই পক্ষের কেউই মুখ খোলেননি।
তবে লিমা’র কথায় সেটি ভালোই হয়েছে। আমি দীর্ঘদিন একটি চ্যানেলের হয়েই কাজ করেছি। এখন কাজ করছি মুক্ত পাখির মতো। তাই আমার কাজের পরিধি, বা ক্যারিয়ারের বাতাসে অক্সিজেন নেবার কাজটিও বেড়ে গেছে অনেক। এখনও কোনও চ্যানেলে বা কোনও ইভেন্টে নিয়মিত অনুষ্ঠান না করলে ভালো লাগে না। কাজের ভেতরেই থাকতে চাই আজীবন, প্রতিনিয়ত।’
সেই কাজের নেশা-তুর লিমা নতুন বছরের আগমনী অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে অংশ গ্রহণ করেছিলেন বীচ কার্নিভাল কক্সবাজারে। পুরনো নতুন বছরের আগমনী অনুষ্ঠানটিতে অংশ-নেন দেশের জেমস, আইয়ুব বাচ্চু, মিলাসহ দেশের খ্যাতিনামা সব সঙ্গীতশিল্পীরা। অনুষ্ঠানটি প্রসঙ্গে লিমা ইত্তেফাককে জানান, সরকারি সহায়তায় বিচ কার্নিভালের টানা তিনদিনের অনুষ্ঠানটি শেষ করলাম। আমার খুব ভাল লেগেছে এই অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে কাজ করে। দেশের জনপ্রিয় সব সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণ ছিল অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানে আমার পাশাপাশি উপস্থাপক হিসেবে ছিলেন দেবাশিস বিশ্বাস ও তানিশা।’
নতুন বছরের সবাই নতুন উদ্যমেই কাজ শুরু করে থাকে। সেক্ষেত্রে লিমা জানান, ‘আসলে আমার কাছে নতুন বছর বলে কিছু নেই। আমি আমার কাজের ক্ষেত্রে সবসময়ই উদ্যমী।’ সামনের দিন গুলোর কাজ প্রসঙ্গে লিমা বলেন, ‘ঢাকায় ফিরেই বেশ কিছু অনুষ্ঠানের কাজ শুরু করব। এরমধ্যে এনটিভিতে ‘মিউজিক্যাল লাইভ’ ও এশিয়ান টিভিতে ‘মিউজিক্যাল মুভি’ শিরোনামের দু’টি অনুষ্ঠানের কাজ শুরু করার ইচ্ছে আছে। এছাড়া বৈশাখী টেলিভিশনে একটি অনুষ্ঠানে কাজ করা প্রসঙ্গে কথা চলছে।’
এসব কাজের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনের কাজ প্রসঙ্গে লিমা বলেন, ‘নাটকের কাজে আমি নিয়মিত নয়। হাতের কাছে অনেক গুলো নাটকের প্রস্তাব থাকার পর সময়ের অভাবে কাজ করতে পারিনা। আর খুব বেশি নিয়মিত না হলেও বিজ্ঞাপনের কাজ করি নিজের ভাল লাগার কথা চিন্তা করে। তবে নতুন বছরে এখনও আমি কোন বিজ্ঞাপনের কাজে চুক্তিবদ্ধ হয়নি।’
অনেক কাজের সাথে জড়িত থাকার পর লিমার সবচেয়ে ভাল লাগে উপস্থাপনা করতে। আর এই পরিচয়েই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এবিষয়ে লিমা বলেন, ‘উপস্থাপনায় তারকাদের না জানা অনেক বিষয় জানা যায়।এছাড়া অনেক মানুষের সাথে কথা বলতে হয়। উপস্থাপনায় অনেক অভিজ্ঞতার একটি বিষয় থাকে। তাই আমি উপস্থাপনাতেই বেশি মজা পাই।’ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের প্রস্তাবও পেয়েছিলেন লিমা। কিন্তু উপস্থাপনাকে আড়ালে রেখে এখন চলচ্চিত্রের কথা ভাবছেন না বলেও জানান তিনি।

Leave a Reply