এক-এগারো চক্রান্তকারিদের মানুষ কোন দিন ক্ষমা করবে না’

01/03/2016 9:55 pmViews: 7
এক-এগারো চক্রান্তকারিদের মানুষ কোন দিন ক্ষমা করবে না’
 
'এক-এগারো চক্রান্তকারিদের মানুষ কোন দিন ক্ষমা করবে না'
‘এক-এগারোর চক্রান্তকারিদের বাংলাদেশের মানুষ কোন দিন ক্ষমা করবে না। ঐ সময়ে যারা মিথ্যা সংবাদ ছাপিয়ে শেখ হাসিনাকে গ্রেফতার করিয়েছিলেন, তাদের ক্ষমা হতে পারে না। বাংলার জনগণ তাদের কোন দিন ক্ষমা করবে না। কমিশন গঠন করে এদের মুখোশ উন্মোচন করতে হবে।’ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এই কথা বলেন।
নাসিম সোমবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের ২৮ বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গিয়ে ৭১ ও ৭৫ এর ঘাতকদের পুরস্কৃত করেছিল। এমনকি শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছিল। কিন্তু খুনিরা সফল হয়নি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আ‡ছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। তোমরা শিশু-কিশোররা বছরের প্রথম দিনেই হাতে নতুন বই পাচ্ছ।

Leave a Reply