এক্সপি ভার্সনের সেবা বন্ধ করছে মাইক্রোসফট

01/04/2014 10:15 pmViews: 5

এক্সপি ভার্সনের সেবা বন্ধ করছে মাইক্রোসফট
নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৮ এপ্রিল থেকে কম্পিউটারের জনপ্রিয় অপারেটিং সিস্টেম এক্সপি ভার্সনের সেবা বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

এদিকে ব্যক্তিগত থেকে শুরু করে বাণিজ্যিক পর্যায়ে বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের অধিকাংশই এখনও মাইক্রোসফট এক্সপি ব্যবহার করে থাকেন।

এর আগে মেয়াদৌত্তীর্ণ অপারেটিং সিস্টেম এক্সপি ব্যবহার করে কেউ যেন ক্ষতির মুখোমুখি না হন সে জন্য গত ২৩ মার্চ সাভারে অনুষ্ঠিত হয়েছে ‘মাইক্রোসফট বুট ক্যাম্প’।

ব্যবহারকারীদের আগাম সতর্ক করতে এবং তাদের জন্য অধিক নিরাপদ অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৮ ও ৮.১ এবং মাইক্রোসফট অফিস এর নতুন সংস্করণ ‘অফিস ৩৬৫’ নিয়ে এই কর্মশালার আয়োজন করে মাইক্রোসফট এর বাংলাদেশি পরিবেশক কম্পিউটার সোর্স।

দুই পর্বের এ কর্মশালায় অংশগ্রহণ করেন দেশব্যাপী মাইক্রোসফট সফটওয়্যার বিক্রেতা এবং ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের অর্ধশত প্রতিনিধি।

Leave a Reply