একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধায়নত জাতি

21/02/2015 5:21 pmViews: 15

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধায়নত জাতিএকুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদ ও সংগ্রামমুখর দিনগুলোকে স্মরণ করল জাতি।

একুশের প্রথম প্রহরে রাত ১২ট ১মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

একুশের রাতের নিস্তব্ধতা ভেঙ্গে সর্বস্তরের নাগরিকদের পদভারে জেগে উঠে স্মৃতির শহীদ মিনার। এরপর ক্রমান্বয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের স্পিকার রাইট বারোনেস ডি সুজা, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সুবোধ সরকার, নচিকেতা, প্রসেনজিৎ, দেব, মন্ত্রীপরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দল ও মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ।

এছাড়া শহীদ মিনারে ফুল দিয়েছেন বিরোধী দলের পক্ষে রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, আ স ম ফিরোজ, জিয়াউদ্দিন বাবলু, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, ইন্টার পার্লামেন্টারী এসোসিয়েশনের সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারবৃন্দ, এটর্নি জেনারেল মাহবুবে আলম, সেক্টরস কমান্ডার ফোরাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক প্রাণ গোপাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষে সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আনসার ও ভিডিপি, বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন এবং সর্বস্তরের নাগরিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়া শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিক্যাল কলেজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণজাগরণ মঞ্চ, শিল্পকলা একাডেমি, জাতীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেসক্লাব, জাসদ, বাসদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন।

– See more at: http://www.sheershanews.com/2015/02/21/69862#sthash.Jsfg9jg2.dpuf

Leave a Reply