একাদশে ভর্তি: দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ

06/07/2015 7:59 pmViews: 6

একাদশে ভর্তি: দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ

৬ জুলাই ২০১৫

একাদশ শ্রেণিতে ভর্তির  জন্য ১৭ হাজার ৬৪৭ শিক্ষার্থীকে মনোনীত করে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন বিকালে জানান, www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় মেধা তালিকায় নতুন করে ১০ হাজার ৭২৬ জন এবং মাইগ্রেশনের মাধ্যমে ছয় হাজার ৬৪৭ জনসহ মোট ১৭ হাজার ৬৪৭ জনকে ভর্তির জন্য মনোনয়ন দেয়া হয়েছে বলে জানান তিনি। দ্বিতীয় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ ও ৮ জুলাই কলেজে ভর্তি হতে হবে বলেও জানান কলেজ পরিদর্শক। আর দুই দফায় ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্র জানিয়েছে।

Leave a Reply