একাত্তর টিভিতে সম্প্রচারিত টক-শো’র ভিডিও জমার নির্দেশ

11/08/2015 12:50 pmViews: 8
একাত্তর টিভিতে সম্প্রচারিত টক-শো’র ভিডিও জমার নির্দেশ

প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে আপিল বিভাগের একজন বিচারপতির কথোপকথন নিয়ে একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নালে’ সম্প্র্রচারিত টক-শো’র সিডি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আগামী ১৬ আগস্টের মধ্যে তা দাখিল করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

দৈনিক জনকন্ঠের সম্পদক আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় তাদের প্রতিবেদনের স্বপক্ষে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতির টেলিকথোপকথনের শ্রুতিলিখন আদালতে তুলে ধরেন আইনজীবী সালাউদ্দিন দোলন। সেটা নিয়ে সোমবার রাতে ’একাত্তর জার্নালে’ একটি টক-শো অনুষ্ঠিত হয়।

আজ আপিল বিভাগ টেলিভিশনটিতে সম্প্র্রচারিত ওই টক-শোর ভিডিও আদালতে জমার নির্দেশ দেন।

Leave a Reply