একসাথে ছয় সন্তানের জন্ম

30/01/2014 10:55 pmViews: 4

ছয় সন্তানের জন্ম

ডেস্ক- একটি প্রাইভেট কিনিকে তিনি গিয়েছিলেন রুটিন চেক-আপ করাতে। কিন্তু সেখানেই জন্ম হলো তার ছয় সন্তানের। এর মধ্যে চারটি মেয়ে, দুটি ছেলে। চিকিৎসকেরা বলেছেন, মা ও শিশুরা ভালো আছে, তবে তাদের আরো পরিচর্যার জন্য বড় হাসপাতালে পাঠানো দরকার। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাকতুনখোয়ার বানু জেলায়। শুক্রবার শিশুদের জন্ম হয়। শিশুদের এখনো কোনো নাম দেয়া হয়নি। ভারতের পাঞ্জাবে চলতি মাসেই এক মা একসাথে চার সন্তানের জন্ম দিয়েছিলেন।

Leave a Reply