একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সমকামী মা!

28/12/2013 5:36 amViews: 9

লিজ আর নাদিয়া হ্যারিস। যুক্তরাষ্ট্রের কনেকটিকাটের এই দুই নারী পাঁচ বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন। তখন থেকেই তারা চাইতেন মা হতে।

কিন্তু তারা যে সমকামী নারী। কী করে মাতৃত্ব উপভোগ করবেন? তার জন্য সব সময় ব্যাকুল থাকতেন তারা। আধুনিক কালে তো অনেক উপায়ই আছে, তার কোনোটাই কিন্তু বাদ দেননি এই সমকামী দম্পতি।

শুক্রাণুদাতার কাছ থেকে শুক্রাণু নিয়ে এর আগে ৮ বার মা হওয়ার চেষ্টা করেছিলেন সমপ্রেমী হ্যারিস দম্পতি। প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত তাদের ভাগ্যের দুয়ার খুলে যায়। নবম বারে এসে আশাতীত ফল পেলেন তারা। নাদিয়া একসঙ্গে পাঁচটি শিশুর জন্ম দিলেন। একসঙ্গে দুই মা পেল পাঁচ শিশু।

সন্তানের ইচ্ছায় কানেকটিকাট ছেড়ে নিউ ওরলিন্সে চলে আসেন হ্যারিস দম্পতি। একজন ফার্টিলিটি ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা চলে নাদিয়ার। নাদিয়া স্বীকার করেছেন, একসঙ্গে গর্ভে পাঁচ সন্তানের উপস্থিতির খবর পেয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু কিছুদিনের মধ্যে মা হওয়ার অনুভূতি তাদের দু’জনের মনেই ভাললাগা তৈরি করে। এ বছরের অক্টোবরেই সমকামী নাদিয়া মাতৃত্বের স্বাদ নেন। তবে ভাগ্য তার প্রতি এতটা হাত মেলে দেবে নাদিয়া ভেবেই অবাক।

ডসন, ম্যাক্সওয়েল, মিহা, জোসেফ ও এলিজাবেথ নিউ ওরল্যান্সের এক হাসপাতালে জন্মগ্রহণ করে। এই পাঁচ খুদে এখন দুই মায়ের আদর যত্ন ভালবাসায় বেড়ে উঠছে।

সূত্র: জি নিউজ

Leave a Reply