একসঙ্গে ফেরদৌস ও জয়া আহসান
এর আগে ২০১১ সালে গেরিলা ছবির মাধ্যমে জুটি হয়ে অভিনয় করেছিলেন। মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমাতে তাদের সাবলীল অভিনয় বেশ প্রশংসা কুড়ায় দর্শকমহলে। তার ধারাবাহিকতায় আবির খানের নির্দেশনায় ‘নাল কাহাই’ নামের একটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
আগামী মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। দীর্ঘদিন পর জুটি হয়ে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এই সিনেমায় অভিনয়ের সব বিষয়ই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। জানতে পেরেছি এ ছবিতে আমার বিপরীতে জয়াকে নেয়া হচ্ছে। তার সঙ্গে আমার খুব একটা কাজ করা হয় না। তবে আমাদের প্রথম জুটির ছবি গেরিলা বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন দর্শক। সেই ধারাবাহিকতায় বলতে পারি দর্শকরা এবারও আমাদের ভালোভাবেই গ্রহণ করবেন।’
উল্লেখ্য, ফেরদৌস ইতিমধ্যে নতুন এ পরিচালকের সঙ্গে ‘পোস্টমাস্টার’ নামে একটি ছবির শুটিং করছেন। এটির কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরই পরবর্তী সিনেমা নাল কাহাইয়ের শুটিং করবেন বলে জানিয়েছেন নির্মাতা।