একমাত্র আফগান ইহুদির কোনো ক্ষতি হবে না : তালেবান

20/08/2021 11:19 amViews: 3

একমাত্র আফগান ইহুদির কোনো ক্ষতি হবে না : তালেবান

তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তানে বাস করা দেশটির একমাত্র ইহুদি নাগরিক জাবলুন সিমিনতভের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র সুহাইল শাহিন। বুধবার ইসরাইলি সংবাদমাধ্যম কান টিভির সাথে সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

তবে সাক্ষাৎকার গ্রহণকারী কান টিভির সাংবাদিক রই কায়েস তালেবান মুখপাত্রকে জানাননি যে, কান ইসরাইলি টেলিভিশন। তবে সাক্ষাৎকার নেয়ার সময় নিজের সংবাদমাধ্যমের নাম জানিয়েছিলেন তিনি।

সুহাইল শাহিনকে আফগানিস্তানে বাস করা একমাত্র ইহুদি নাগরিকসহ অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের বিষয়ে তালেবানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জিজ্ঞেসা করা হয়। এর উত্তরে শাহিন বলেন, তিনি জাবলুন সিমিনিতভকে চেনেন না, তবে তালেবানে নিয়ন্ত্রণে তার কোনো ক্ষতি হবে না।

তিনি আরো বলেন, ‘আমরা সংখ্যালঘুদের ক্ষতি করবো না। এই দেশে শিখ ও হিন্দু ধর্মাবলম্বী লোক রয়েছে এবং তাদের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে।’

এদিকে ইসরাইলি টিভিতে সাক্ষাৎকার দেয়ার বিতর্কে সুহাইল শাহিন পরে এক টুইট বার্তায় জানান, কাবুলের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রতিদিনই তিনি বিপুল সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন। এর মধ্যে কেউ পরিচয় গোপন করলেও তার জানা মতে ইসরাইলি সংবাদমাধ্যমের পরিচয় দিয়ে কোনো সাংবাদিক তার সাক্ষাৎকার নেননি।

আফগানিস্তানের হেরাতে জন্ম নেয়া জাবলুন সিমিনতভ পেশায় একজন গালিচা ব্যবসায়ী। আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধে দেশটির ক্ষুদ্র ইহুদি জনগোষ্ঠীর সবাই দেশ ছেড়ে গেলেও ৬২ বছর বয়সী জাবলুন একমাত্র ইহুদি হিসেবে আফগানিস্তানে রয়ে গেছেন। বর্তমানে তিনি দেশটির একমাত্র ইহুদি সিনাগগের তত্ত্বাবধানকারী হিসেবে কাবুলে বাস করছেন।

সূত্র : দ্য নিউ আরব

Leave a Reply