একনেকে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে দুই হাজার ৩৭ কোটি টাকা ব্যয়ে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ২টি সংশোধিত প্রকল্প, বাকি ৫টি নতুন প্রকল্প। এই ৭ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) প্লাস্টিক শিল্পনগরী ও গ্রামাঞ্চলে পানি সরবরাহ। গ্রামাঞ্চলে পানি সরবরাহ করা জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮শ’ কোটি টাকা। বিসিক প্লাস্টিক শিল্পনগরী প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৩৩ কোটি টাকা।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ প্রকল্পের আওতায় ঢাকা থেকে মুন্সীগঞ্জে পরিকল্পিতভাবে স্থানান্তর করা হবে ক্ষুদ্র প্লাস্টিক কারখানাগুলো। প্রকল্পের আওতায় ৩৬০টি শিল্প স্থাপনের লক্ষ্যে উদ্যোক্তাদের জন্য অবকাঠামোগত সুবিধা দেওয়া হবে।