একনেকে চার প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ২ হাজার চারশ’ ৭৪ কোটি টাকা।
মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ডাটা (তথ্য) সেন্টার স্থাপনে ১৫শ’ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। চারটি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার চারশ’ ৭৪ কোটি টাকা। মোট ব্যায়ের মধ্যে সরকারের তহবিল থেকে ১ হাজার ৮৯ কোটি ৫৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ১ হাজার তিনশ’৮৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয় করা হবে।