একদিন তোমার বিরহ: মাহবুব কবির মনু

20/01/2016 12:18 pmViews: 105

66216b4ac2b70f635634cd29f4dcce00-16

মাহবুব কবির
মনু
হিজড়াকে ভালোবেসে একদিন তোমার বিরহ ভুলেছি—
মনে পড়ে।

আরামবাগে রহিম হোটেলের কেবিনে বসে
কত দিন পর মনুর কথা মনে পড়ল আজ।

মনু আজ কোথায়?
আমার রাগ রস বিষ মুখে তুলে
কোথায় চলে গেছে সে?
তাকে এই কবিতা শোনাতে পারব কি কোনো দিন?

শুভাশিস সিনহা
জলকন্যা
‘জলকে চল’ বলে জলেই ডুবে গেলে
তখন আশ্বিন-ভাদ্র,
ঋতুর মীমাংসা রোদে ও কাশফুলে
খানিক শুষ্ক বা আর্দ্র।

ওপরে ঢেউ নাচে, নিচে কে সাঁতরায়
মৎস্যদেশে গেলে সজনী,
আলোতে ভাসা এই অন্ধ নদীতীর
ফোটাল কালশাখে রজনী।

তারায় কে হারায় নয়নতারা দুই
কে আছো টেনে নাও বুকে,
কত যে ডাকাডাকি, শ্রুতিও পিচ্ছিল
লুকাল ইথারের সুখে।

‘জলকে চল’ বলে জলেই ডুবে গেলে
আমার হাতে ধুলো-মাটি,
হলুদ ঘোরে যাও সাঁতার, আমি এই
শূন্যে বিছালাম পাটি।

Leave a Reply