একটি ভোটও পড়েনি সাতক্ষীরা পাঁচটি কেন্দ্রে
সাতক্ষীরা: সাতক্ষীরায় শান্তিপূর্ণ নির্বাচনে নৌকা এগিয়ে রয়েছে। কোনরকম সহিংস ঘটনা ছাড়াই সাতক্ষীরার চারটি আসনের মধ্যে দুটি আসনে ভোট গ্রহণ হলেও ভোটাররা নির্বাচন প্রত্যাখান করেছেন। এমনকি সদর আসনের পাঁচটি ভোট কেন্দ্রে একটি ভোটও দেয়নি ভোটাররা। এসব কেন্দ্রগুলো হচ্ছে, সদর উপজেলার আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা, আগরদাড়ি মহিলা মাদ্রাসা, শিয়ালডাঙ্গা, গোদাঘাটা ও শিবপুর ভোট কেন্দ্র।
সকাল আটটা থেকে উদ্বেগ উৎকন্ঠার মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন শরু হয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ও সাতক্ষীরা-২ (সদর) আসনের ১৪৬ টি ও ১৩১ টি মোট ২৭৭টি ভোটকেন্দ্রে। তবে সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। সাতক্ষীরা সদর আসনে মোট ভোটার সংখ্যা-৩ লাখ ১৪ হাজার ২৭৭ জন হলেও ভোট পড়েছে গড় ৫ থেকে ৬ ভাগ। এছাড়া সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব কম থাকলেও তালা উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশী ছিল। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ২০৮ জন।
এদিকে বিকাল ৪ টার পর থেকে দুটি আসনের ভোট গননা শুরু হয়েছে। রাত পৌনে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি আসনেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মীর মোস্তাক আহমেদ রবি ও এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিন ও চার নম্বর আসন দুটিতে ডা: রুহুল হক ও এস এম জগলুল হায়দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন।