একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে অনলাইন ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন
রাজধানীর পুরানা পল্টনে ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিসে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের অনলাইন ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী অনলাইন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিস হুমায়রা আযম, মোহাম্মদ জহিরুল আলম এবং মিয়া কামরুল হাসান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়া ২০১২ সালের মে থেকে সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সঙ্গে যুক্ত হয় এবং বর্তমানে দেশের ৩৫টি জেলার ২৫২টি উপজেলার প্রকল্পভুক্ত সাড়ে ১১ লাখের বেশি সুবিধাভোগী জনগোষ্ঠীকে অনলাইনে ব্যাংকিং সেবা প্রদান করছে। পাশাপাশি, ব্যাংক এশিয়া দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে।