একই পর্দায় অভিনয় করতে যাচ্ছেন হৃতিক ও দীপিকা
একই পর্দায় অভিনয় করতে যাচ্ছেন হৃতিক ও দীপিকা
হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন একই পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। তাদেরকে একসঙ্গে পর্দায় দেখতে যারা মরিয়া আছেন দর্শকেরা, তাদের চাওয়া অবশেষে সত্যি হতে যাচ্ছে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় একই ছবিতে অভিনয় করবেন তারা।
এটি পরিচালনা করবেন বিজয়কৃষ্ণ আচার্য। তার পরিচালিত ‘ধুম থ্রি’র মতোই ধুন্ধুমার অ্যাকশন থাকবে নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিতে। এর মধ্যে কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করবেন দীপিকাও। অ্যাথলেটিক শারীরিক গড়নের জন্যই তাকে নেওয়া হয়েছে অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবিটিতে। ‘চাঁদনীচক টু চায়না’র (২০০৯) পর কোনো ছবির স্টান্ট দৃশ্যে কাজ করেননি তিনি।
হৃতিক এখন আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’ আর দীপিকা ব্যস্ত সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’তে।