তিনি বলেন, দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে অবৈধ ক্ষমতাসীনদের হটাতে হবে। আর এজন্য প্রয়োজন সকল বিরোধী শক্তির ঐক্য। সেই লক্ষ্যেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হচ্ছে সকল বিরোধী রাজনৈতিক দল।
আজ শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে একজন নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, অবৈধ দখলদার সরকার জোরপূর্বক ক্ষমতায় থাকতে জনগণের ন্যায়সঙ্গত প্রতিবাদ কর্মসূচিতে গুলিবর্ষণ করছে। সরকারি দলের ক্যাডার এবং পুলিশ বাহিনীর সদস্যরা নানাভাবে বাধার সৃষ্টি করেছে, হামলা করেছে এমনকি পঞ্চগড়ে গুলি করে একজন বিএনপি কর্মীকে হত্যা করেছে। এরকম ন্যক্কারজনক ঘটনা এদেশে বর্তমান ক্ষমতাসীন সরকারের ১৪ বছরের শাসনামলে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। চলমান শান্তিপূর্ণ আন্দোলনে এখন পর্যন্ত গুলি করে ৮ জন মানুষকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক।
মান্না বলেন, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সরকারকে হুঁশিয়ার করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, জনগণ ফুঁসে উঠেছে, পতনের ঘণ্টা বেজে গেছে। গুলির ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি।