এই বাজেট জনগণের কোনো উপকারে আসবে না : ড. মোশাররফ
এই বাজেট জনগণের কোনো উপকারে আসবে না : ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রস্তাবিত বাজেট জনগণের স্বার্থে বাজেট নয়। সরকার ঋণ নির্ভর একটি বাজেট দিয়েছে। এতে জনগণের ওপরে ঋণের বোঝা বেড়ে যাবে।
বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনের মুক্তি ভবনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টির আয়োজিত ইফতার মাহফিলে প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ব্যক্ত তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, আমরা মনে করি, এই বাজেট জনগনের কোনো উপকারে আসবে না। আমরা এই বাজেট প্রত্যাখান করছি।
তিনি বলেন, এতো বড় ঘাটতি একটা বিশাল বাজেট দেয়া হয়েছে শুধু জনগনের থেকে প্রতারণা করে ভোট আকর্ষন করার জন্য। এটি নির্বাচনী বাজেট, ভোট আকর্ষনের বাজেট, জনগনের স্বার্থে বাজেট নয়।
প্রস্তাবিত বাজেটকে ‘ঋণ নির্ভর’ উল্লেখ করে তিনি বলেন, এর ফলে জনগণের ওপর ঋণের বোঝা বৃদ্ধি হবে এবং দেশে অভ্যন্তরীণ বিনিয়োগ ও ব্যবসা-বানিজ্য কমে যাবে।
খন্দকার মোশাররফ বলেন, আমি হিসাব দিতে চাই, বেশ কিছু পণ্যের ওপরে স্থানীয় পর্যায়ে আমদানি পর্যায়ে শুল্ক, সম্পুরক শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। তৈরি পোষাক শিল্পে ভ্যাট বাড়ানো হয়েছে, অনেক পণ্যের ট্যারিফ ভ্যালু বৃদ্ধি করা হয়েছে। আমরা যে ১১০০ ধরণের পন্য আমদানি করি তার ওপরে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। ই-কমার্সকে ভ্যাটের অন্তুর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে করপোরেট ট্যাক্স কমানো হয়েছে। এর ফলে ধনীকে আরো ধনী করা হবে এবং দরিদ্র আরো দরিদ্র হবে।
আর্থিক খাতের দুরাবস্থা থেকে উত্তরণে প্রস্তাবিত বাজেটে কোনো দিক নির্দেশনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও মহাসচিব এম এম আমিনুর রহমানের পরিচালনায় ইফতারে ২০ দলীয় জোট ও বিএনপির সিনিয়র নেতারা ইফতারে অংশ নেন।