এইচটি ইমামের সমালোচনার প্রতিক্রিয়া জানাবে যুক্তরাষ্ট্র

07/05/2015 12:35 pmViews: 5

এইচটি ইমামের সমালোচনার প্রতিক্রিয়া জানাবে যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচটি ইমামের সাম্প্রতিক মন্তব্যর প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র জানাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার নিউইয়র্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপ-মুখপাত্র জেফ রাথকে সাংবাদিকদের এ একথা জানিয়েছেন।

সিটি নির্বাচন নিয়ে মন্তব্য করায় বিশ্বের প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের কড়া সমালোচনা করে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম।

তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি এমন অভিযোগ করার কোনো অধিকার নেই বিদেশি বন্ধুদের। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাঙ্গার প্রতি ইঙ্গিত করে ‘আয়নায় নিজের চেহারা দেখার’ পরামর্শও দেন তিনি।

এইচটি ইমাম আরও বলেছিলেন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট কেন্দ্র পরিদর্শনের সময় ভোটগ্রহণ চরমভাবে বিঘিœত হয়। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে মার্শা বার্নিকাটের এ বিষয়ে সজাগ থাকা উচিৎ ছিল।

একইসঙ্গে তিনি ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক ডেস্কের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

এর আগে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ তিন সিটি নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শনে যান বার্নিকাট। এ সময় তিনি তার টুইটার বার্তায় নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, যে কোনভাবে জিতে যাওয়া, প্রকৃত জেতা নয়।

নির্বাচনের পরেই গত ১ মে এক বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

তখন এক সংবাদ সম্মেলনে প্রশ্নবিদ্ধ তিন সিটি নির্বাচনের অনিয়ম ও সহিংসতার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চায় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছিলেন মার্কিন কর্মকর্তা শারম্যান বলে সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি।

এর পরেই এইচটি ইমাম বাংলাদেশের একটি বেরকারি চ্যানেলের কাছে মন্তব্য করেছিলেন।

এ প্রসঙ্গটি আলোচিত হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন মুখপাত্র জেফ রাথকের কাছে।

প্রশ্নকর্তা : আমি এ মুহূর্তে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাটের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তিনি আরও…

এর মঝেই রাথকে বলেন : কিসের জন্য? কিসের জন্য? দুঃখিত, আমি সেটা শুনিনি। কিসের জন্য?

প্রশ্নকর্তা সাংবাদিক : বাংলাদেশের সাম্প্রতিক তিন সিটি নির্বাচনের ব্যাপারে।

মুখপাত্র রাথকে : হুম

প্রশ্নকারী সাংবাদিক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম মার্কিন রাষ্ট্রদূত সিটি নির্বাচনে বিশৃঙ্খলা করেছেন বলে বার্নিকাটকে অভিযুক্ত করেছেন। এবং তিনি ঢাকার মার্কিন দূতাবাস কর্মকর্তাদেরও দোষারোপ করেছেন। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?

মুখপাত্র রাথকে : আচ্ছা, আমি মন্তব্যগুলো দেখিনি। খোঁজ নিয়ে আপনাকে এ বিষয়ের প্রতিক্রিয়া জানাতে পারলে আমি খুশি হবো।

প্রশ্নকারী : দয়াকরে করবেন, ধন্যবাদ।

রাথকে : তবে আমি সেগুলো (মন্তব্য) দেখিনি, সুতরাং এ ব্যাপারে প্রতিক্রিয়া দেয়ার আগে আমি সেগুলো দেখব।

Leave a Reply