‘এইচএসসি ফলাফল বিপর্যয়ের জন্য সরকারের ব্যর্থতা দায়ী’
বিরোধী দলের জন্য নয় সরকারের ব্যর্থতার কারণে এইচএসসির ফলাফল বিপর্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
রবিবার দুপরে জাতীয় প্রেসক্লাবরে ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘চলমান সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘বিএনপি-জামায়াতের কারণে এইচএসসি ফলাফলে বিপর্যয়’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যর সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, কিছু হলেই বিরোধী দলকে দায়ী করা প্রধানমন্ত্রীর স্বভাবে পরিণত হয়েছে।
সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষার নেয়ার সমালোচনা করে তিনি বলেন, অধিকাংশ ছাত্রছাত্রীর কাছে অপরিচিত এই পদ্ধতিতে পরীক্ষার নেয়ার ফলে এইচএসসির ফলাফল নিম্নমুখী হয়েছে। এর জন্য বিরোধী দল নয় সরকারের ভুল শিক্ষানীতি দায়ী।
যুবলীগ-ছাত্রলীগ প্রসঙ্গে মওদুদ বলেন, এ সরকারের পতনের জন্য যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকা-ই যথেস্ট।
তিনি বলেন, বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য সংকট সৃষ্টি করেছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় থাকতে চায়। তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না।
আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না উল্লেখ করে বিএনপির এ প্রভাশালী নেতা বলেন, দলটির সব নেতাকর্মী মানুষিকভাবে দূর্বল হয়ে পড়েছে। সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় তাদের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে।
তিনি বলেন, ঈদের পর কঠোর থেকে কঠোরতর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নিতে বাধ্য করা হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাদের জন্য দুঃখের বিষয় হলো এ দেশের বিচার বিভাগ সব সময় অগণতান্ত্রিক শক্তির সহায়ক হিসেবে কাজ করে।
তিনি বলেন, পৃথিবীর কোথাও সংসদ সদস্য থাকা অবস্থায় সংসদ নির্বাচনের ইতিহাস খুঁজে পাওয়া যাবে না।
আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাধীনতা ফোরামের আহ্বায়ক আবু নাসের রহমাতুল্লাহ, হায়দার আহমদ খান, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।