এইচএসসিতে পাশের হার ৬৯.৬০%
এইচএসসিতে পাশের হার ৬৯.৬০%
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর ৬৯দশমিক ৬০শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪২হাজার ৮৯৪জন। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসির ফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা সচিব ও শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা এসময় উপস্থিত ছিলেন। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারবেন। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। ১লা এপ্রিল শুরু হয়ে ১১ই জুন পর্যন্ত লিখিত পরীক্ষা চলে। এরপর ১৩ থেকে ২২শে জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।