উৎসাহ উদ্দীপনায় সিংগাইর পৌরসভায় ভোটগ্রহণ চলছে

07/01/2016 11:25 amViews: 7
উৎসাহ উদ্দীপনায় সিংগাইর পৌরসভায় ভোটগ্রহণ চলছে
বিপুল উৎসাহ উদ্দীপনায় আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে এক যোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মীর মোহাম্মদ সাজাহান (প্রতীক জগ), বিএনপি দলীয় প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া (জয়) (ধানের শীষ), আওয়ামী লীগের প্রার্থী আবু নঈম মো. বাশার (নৌকা),  বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন (নারিকেল গাছ), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আশরাফ আলী (দেয়াল ঘড়ি) ও মো. হাফিজ উদ্দিন (মোবাইল ফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর সাতজন ও ৮টি ওয়ার্ডে ৩১ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জামাল উদ্দিন ৩ ডিসেম্বর মারা  যাওয়ায় ওই  ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
সিংগাইর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ১৪১ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৮৭৩ জন।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৌরসভার মোট ১০টি ভোট কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য  মোতায়ন করা হয়েছে। এ ছাড়া রয়েছে স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, সারা দেশের মতো  সিংগাইর পৌরসভা নির্বাচন গত ৩০ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ অভিযোগে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগ। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই স্থগিতাদেশকে স্থগিত করে দেন। এরপর নির্বাচন কমিশন পূনরায় তফসিল ঘোষণার মাধ্যমে আজ ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে।

Leave a Reply