উলঙ্গ রোনাল্ডো!

20/05/2014 10:42 pmViews: 53

 

 

স্পেন, ২০ মে  : এবার উলঙ্গ হয়ে তোলপাড় সৃষ্টি করেছেন ফুটবল বিশ্বের রিয়েল স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সদ্য প্রকাশিত ভোগ ম্যাগাজিনের কভারে বান্ধবী ইরিনা শেকের সঙ্গে  পোজ দিয়ে রীতি অবাক করেছে রোনাল্ড ভক্তদের। ইরিনার পিছনে দাঁড়ানো রেরানাল্ডোর শরীরে এক ইঞ্চিও কাপড়ও নেই।

গত চার বছর ধরে একসঙ্গে আছেন রোনাল্ডো ও ইরিনা। কিন্তু এই প্রথম দু’জনকে এক সঙ্গে দেখা গেল কোনো ম্যাগাজিনের কভারে। স্পেনের ভোগ পত্রিকার কভারে এই ছবি জায়গা করে নিয়েছে। রোনাল্ডো না হলেও রাশিয়ান ইরিনা এখানে পরিচিত মুখ।

এর আগে সিআর৭ এর অন্তর্বাসের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাকে। টপলেস ইরিনাকে দেখা গিয়েছে নাইজেরিয়ার ৩০০ যুবতীর অপহরণের বিরুদ্ধে সমাজসেবা মূলক প্রচারেও।

Leave a Reply