উন্নয়ন ত্বরান্বিত করতে পিপিপির সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরো জোরদারে পাবলিক- প্রাইভেট পার্টনারশীপকে (পিপিপি) অধিকতর শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সরকার দেশের উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে চায়। তবে, সরকারের একার পক্ষে তা সম্ভব নয়। এজন্য পিপিপি’র সহযোগিতা প্রয়োজন। আর তাই পিপিপি’র কনসেপ্ট মাথায় রেখে অগ্রগতি থেকে আরো সুফল লাভে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার পিপিপি কর্তৃপক্ষের প্রথম বোর্ড অব গভর্নরসের সভায় সভাপতির বক্তৃতায় প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা এবং বাংলাদেশেও পিপিপিতে বাস্তবায়িত কয়েকটি প্রকল্পের কথা তুলে ধরে বলেন, সেখানে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।
গত সেপ্টেম্বরে ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন-২০১৫’ পাস হওয়ার পর গঠন করা হয় পিপিপি কর্তৃপক্ষ। গতকাল প্রথম বোর্ড অব গভর্নরসের সভায় গত কয়েক বছরের পিপিপি কার্যক্রমের বাস্তবায়ন ও অগ্রগতি তুলে ধরা হয়। সভায় জানানো হয়, পিপিপির পাইপলাইনে বিভিন্ন খাতের ৪৩টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে সম্ভাব্য ১৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসবে। এছাড়া পিপিপি প্রকল্পগুলোর উন্নয়ন, বেসরকারি অংশীদার নির্বাচন এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষর এবং সামগ্রিক বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ ও সময় সম্পর্কে সভাকে অবহিত করা হয়। এতে জানানো হয় যে ৬টি প্রকল্পের চূড়ান্ত চুক্তি হয়েছে। পিপিপি কারিগরি তহবিলের ৭৭ কোটি টাকা ব্যয়ে ১৮টি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। এ প্রকল্পগুলোতে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। এছাড়া বেসরকারি অংশীদার নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে ১১টি প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হতে পারে। সম্ভাব্য ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ১০টি প্রকল্প সমীক্ষার কাজ যাচাই পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রী প্রেস সচিব বলেন, সভায় সংশ্লিষ্ট আইন মোতাবেক বোর্ডের চেয়ারপার্সন হিসেবে প্রধানমন্ত্রী পলিসি ইস্যু এবং পিপিপি কতৃর্পক্ষের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রকল্প বাস্তবায়নের বাধা নিরসনের বিষয় তদারকি করবেন।