উন্নয়নের স্বার্থে পুনরায় নৌকায় ভোট চাইলেন এমপি শাওন

18/10/2013 8:36 amViews: 18

1236083_438997616221480_654174165_nআরশাদ উল্যাহ মামুন, লালমোহন: লালমোহনে দ্বীপ বন্ধু মিনি ফুটবল টুনামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার বিকেলে স্থানীয় হাওলাদার মাঠে বিজয়ীদের মাঝে ট্রপি তুলে দেওয়ার পুর্বে এমপি শাওন বলেন, আগামি জাতীয় নির্বাচন সাংবিধানিক পন্থায়ই অনুষ্ঠিত হবে। সংুবধানের বাহিরে কোন কিছু চিন্তা করা বিএনপির বোকামি ছাড়া কিছুই না। এমপি শাওন বলেন, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পুনরায নৌকায় ভোট দিন।শেখ হাসিনার সরকার বার বার দরকার বলে এমপি শাওন সকলকে উন্নয়নের স্বার্খে পুনরায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় তিনি এ সরকারের সময়ে এ এলাকার ভিবিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা আওযামীলীগ যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম বাদল, বাজার ব্যবসায়ি সমিতির আহবায়ক আলহাজ্ব মোস্তফা মিযা,৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন,স্বেচ্ছাসেবকলীগনেতা তরিকুল ইসলাম শামীম,খেলা পরিচালনা কমিটির সভাপতি রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply