উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে: ওবায়দুল কাদের

05/07/2023 6:38 pmViews: 3
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধানের শীষ দেশের মানুষের পেটের বিষ হয়ে গেছে। তাই উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এ সময় বিদেশি বন্ধুদের বন্ধুর আসনেই থাকার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Leave a Reply