উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল

24/07/2015 8:58 pmViews: 6

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল

২৪ জুলাই ২০১৫,শুক্রবার

 

সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য আগামী রোববার সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি শুক্রবার বিকেলে জানান, রোববার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন মির্জা ফখরুল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন।

টানা ছয় মাস আট দিন কারাবন্দী থাকার পর ১৫ জুলাই জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। ওই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজনসেল থেকে মুক্তি পান তিনি।

৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে আটক করা হয়। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply