উদ্ধারের আকুতি ইউক্রেনীয় কমান্ডারের
উদ্ধারের আকুতি ইউক্রেনীয় কমান্ডারের
এ খবর দিয়েছে বিবিসি।
রুশ সেনাদের হাতে অবরুদ্ধ মেজর সেরহি ভলিনা তার ভিডিও বার্তায় বলেন, তার সেনারা আত্মসমর্পণ করবে না। কিন্তু সেখানে অন্তত ৫০০ আহত ইউক্রেনীয় সেনা রয়েছে যাদের সাহায্য প্রয়োজন। এছাড়া আটকে আছে শত শত নারী ও শিশু। তারা সবাই সেনাদের সঙ্গে ওই স্টিল প্লান্টে লুকিয়ে আছে। মেজর সেরহি বলেন, এটি বিশ্বের কাছে আমাদের শেষ বক্তব্য। হয়ত আমাদের সর্বশেষ বক্তব্যই এটি। আমাদের হাতে আর কয়েকটি দিন কিংবা হয়ত কয়েক ঘণ্টা বাকি আছে। তিনি আরও বলেন, আমরা বিশ্ব নেতাদের কাছে সাহায্য চাই। আমাদেরকে এখান থেকে উদ্ধার করে তৃতীয় কোনো দেশে পাঠানো হোক।
আজভস্টাল লোহা ও স্টিল প্ল্যান্ট প্রায় চার বর্গমাইলের বিশাল এক এলাকা। এটিই এখন মারিউপোল দখলের সর্বশেষ যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে। বাকি শহর এখন রুশ বাহিনীর হাতেই। মেজর সেরহি ভিডিওতে বলেন, রুশ বাহিনীর সংখ্যা ইউক্রেনের বাহিনীর তুলনায় কয়েক ডজন গুণ বেশি। তারা আকাশ থেকে হামলা চালাতে পারে। ভূমিতে তাদের ভারি অস্ত্র এবং ট্যাংক আছে। এছাড়া আহত ইউক্রেনীয় সেনাদের অবস্থা অত্যন্ত খারাপ বলেও জানান তিনি। তারা সেখানে ‘পচে মরছে’ বলে হতাশা দেখান এই ইউক্রেনীয় কমান্ডার।
প্রথম থেকেই মারিউপোল দখল ছিল রাশিয়ার প্রধান টার্গেটগুলোর একটি। রুশ হামলায় সেখানে ২০ হাজার বেসামরিক নিহত হয়েছে বলে দাবি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। যদিও এ তথ্য আলাদা করে নিশ্চিত করা যায়নি।