উত্তেজিত ও আনন্দিত আনুশকা

18/12/2015 3:08 pmViews: 8

 

চলতি বছর তিনটি ছবি মুক্তি পেলেও তেমন একটা সুবিধে করতে পারেননি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ‘এনএইচ ১০‘, ‘বোম্বে ভেলভেট’, ও ‘দিল ধারাকনে দো’র মতো বড় বাজেটের ছবি করেও সফলতা পাননি এ অভিনেত্রী। কারণ, এ তিনটি ছবিই বক্স অফিস ছিল ফ্লপ। তবে ছবিগুলোয় আনুশকার অভিনয় ঠিকই প্রশংসিত হয়েছে। কিন্তু বলিউডের মতো বড় জায়গায় যে বক্স অফিস মাতাতে না পারলে টিকে থাকা মুশকিল সেটা ভালো করেই জানেন এ অভিনেত্রী। আর তাই তো এখন তিনি খুব বুঝে-শুনে পথ চলছেন। আরও বেশি বেছে বেছে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এবার আনুশকা কাজ করছেন ‘এ দিল হে মুশকিল’ ছবিতে। এ ছবি পরিচালনা করছেন গুণী পরিচালক করন জোহর। ছবিতে আরও অভিনয় করছেন ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুর। সম্পূর্ণ রোমান্টিক ঘরানার গল্প নিয়ে এ ছবিটির শুটিং চলছে এখন। ছবিতে আনুশকা অভিনয় করছেন একজন চটপটে তরুণীর ভূমিকায়, যে কিনা রণবীরের প্রেমে পড়ে যান। তবে নতুন খবর হলো সম্প্রতি এ ছবির জন্য একটি আইটেম গান এর শুটিং করেছেন আনুশকা। আর তার শুটিং হয়েছে অনেকটাই গোপনে। এর আগে করন জোহর তার কোন ছবির গানের শুটিং এতটা গোপনে ধারণ করেননি। এদিকে এ গানটিতে আনুশকাকে অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যাবে। পুরো গানটির শুটিং হয়েছে বাথটাব ও স্টেজে। এ গানটি গেয়েছেন সুনিধি চৌহান। এর শুটিং করে বেশ উত্তেজিত ও আনন্দিত আনুশকা। এ বিষয়ে তিনি টুইটারে লিখেছেন, নতুন রূপে করনের ছবিতে আমাকে দেখতে পাবেন সবাই। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকেই নিজে চিনতে পারছিলাম না শুটিংয়ের সময়। সুপারহট আনুশকাকেই গানটিতে সবাই আবিষ্কার করতে পারবেন। আমি নিশ্চিত, ভালো লাগবে সবার।

Leave a Reply